পদাশ্রিত নির্দেশক Last updated: 6 months ago
১. পদাশ্রিত নির্দেশকের অপর নাম = পদাশ্রিত অব্যয়।
২. বাংলায় নির্দিষ্টতাজ্ঞাপক প্রত্যয়ের ইংরেজি স্থানীয় হয় = Definite Article “The”।
৩. পদাশ্রিত নির্দেশকের ভিন্নতা প্রযুক্ত হয় = বচন ভেদে।
৪. কোনো সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বুঝাতে কয়টি পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়? = ৬টি (টে, টো, টুক, টুকু, টুকুন, গোটা)।
৫. “এক” শব্দের সাথে টা, টি যুক্ত হলে কী বোঝায়? = অনির্দিষ্টতা। যেমন: একটি দেশ (সে যেমনই হোক দেখতে)। তবে “এক”
বাদে অন্য যে-কোনো শব্দের সাথে টা, টি যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়। যেমন: তিনটি টাকা, দশটি বছর।
৬. টা, টি এর ব্যবহার নিরর্থক হয় যে দুটি বাক্যে –
ক. সারাটি সকাল তোমার আশায় বসে আছি।
খ. ন্যাকামিটা এখন রাখ।
৭. নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে কী হয়? = সুনির্দিষ্ট হয়। যেমন:
ক. ওটি যেন কার কলম?
খ. এটা নয় ওটা আন।
গ. সেইটেই ছিল আমার প্রিয় কলম।
৮. “গোটা” শব্দটি কোথায় বসে? = বচন বাচক শব্দের আগে।
৯, “গোটা” শব্দবিশিষ্ট বাক্য কী বোঝায়? = নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়। যেমন:
ক. গোটা সাতেক আম আন (অনির্দিষ্টতা)।
খ. গোটা দেশটাই ছারখার হয়ে গেছে (নির্দিষ্টতা)।
১০. “খানা, খানি” শব্দদুটি কোথায় বসে? = বচন বাচক শব্দের পরে।
১১. “খানা, খানি”শব্দ বিশিষ্ট বাক্য কী বোঝায়? = নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়। যেমন:
ক. দুখানা কম্বল চেয়েছিলাম (নির্দিষ্টতা)।
খ. একখানা বই কিনে দিও (অনির্দিষ্টতা)।
১২. “খানি” শব্দটি কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়? = নির্দিষ্টতা। যেমন: আমি অভাগা এনেছি বহিয়া, নয়ন জলে ব্যর্থ সাধন খানি।
১৩. টাক,টক,টুকু,টো এই চারটি শব্দ বাক্যের কোন অর্থ প্রকাশ করে? = নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থই প্রকাশ পায়। যেমন:
ক. সবটুকু দুধই খেয়ে ফেল (নির্দিষ্টতা)।
খ. পোয়াটাক দুধ দাও (অনির্দিষ্টতা)।
১৪. কেতা, তা, পাটি শব্দগুলো বাক্যের কোন অর্থ প্রকাশ করে? = নির্দিষ্টতা। যেমন: এক পাটি জুতা, দশ তা কাগজ, তিন কেতা
জমি, পাঁচ কেতা নোট।
এই পোস্ট সহায়ক ছিল?
0 out of 0 Marked as Helpfull !