অনুসর্গ Last updated: 6 months ago
যে অব্যয়গুলি বিশেষ্য বা সর্বনামপদের পরে বসে বিভক্তির কাজ করে, সেই অব্যয়গুলিকে অনুসর্গ বলে। যথা : থেকে, হইতে/হতে, অপেক্ষা, চেয়ে, দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি। অনুসর্গ কে ইংরেজিতে বলে adjectives.
১. অনুসর্গের অপর নাম কী? =কর্মপ্রবচনীয়।
২. অনুসর্গের কী আছে? = অর্থবাচকতা।
৩. অনুসর্গ কোথায় বসে? = শব্দের শেষে।
৪. অনসর্গ কখনো কখনো কীসের পরে বসে? = প্রাতিপদিকের।
৫. অনুসর্গ কোন কোন বিভক্তিযুক্ত শব্দের পরে বসে? = “কে” এবং “র” বিভক্তিযুক্ত শব্দের পরে। যেমন: তোমাকে দিয়ে আমার। চলবে না, ময়ূরীর সনে নাচিছে ময়ূর।
বাংলা ভাষায় অনেক অনুসর্গ রয়েছে। যেমন:
দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, হতে, হইতে, থেকে, চেয়ে, সঙ্গে, পক্ষে, পাছে, জন্যে, জন্য, পরে, মাঝে, নামে, পানে, তরে, সহকারে, বিহনে, ভিন্ন, ব্যতীত, ভিতর, ভেতর ,প্রতি, বিনা, অপেক্ষা, সহ, ওপর, অবধি, হেতু, বই, পর্যন্ত, মতো, নিকট, অধিক, ইত্যাদি।
অনুসর্গের প্রয়োগ:
১. বিনা / বিনে : তুমি বিনা/বিনে আমার কে আছে? (কর্তৃ কারকের সঙ্গে)
২. বিনি : বিনি সুতায় গাঁথা মালা। (করণ কারকের সঙ্গে)
৩. অবধি : সন্ধ্যা অবধি অপেক্ষা করব। (পর্যন্ত অর্থে)
৪. সহিত : শত্রুর সহিত সন্ধি চাই না। (সমসূত্র অর্থে)
৫. সহ: তিনি পুত্রসহ উপস্থিত হলেন। (সহগামিতা অর্থে)
৬. মতো : বেকুবের মতো কাজ করো না। (ন্যায় অর্থে)
৭. দ্বারা : তোমার দ্বারা এমন কাজ কী করে সম্ভব।
৮. প্রতি: ভক্ত নায়কের প্রতি কৃপা কর ভগবতি।
৯. কারণ: পরের কারণে স্বার্থ দিয়া বলি।
১০. অপেক্ষা: মনুষ্য জাতি প্রায় সমুদয় জন্তু অপেক্ষা অধিক কাল বাঁচে।
১১. নিকট: তোমার নিকট অভিযোগ নিয়ে এসেছি।
১২. মাঝে: সবহারাদের মাঝে আমি একা।
১৩. বদল: নাকের বদলে নরুন পেলাম।
১৪. বাদ: তিন মাস বাদে ফিরে এলাম।
১৫. সকাশ: গুরুর সকাশে আসি বসে ধীরে ধীরে।
অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য
অনুসর্গ |
বিভক্তি |
1. অনুসর্গের নিজস্ব অর্থ আছে। যথা : দ্বারা, দিয়া, কর্তৃক। |
1. বিভক্তির নিজস্ব অর্থ নেই। যথা : তে, এ, য়, র ইত্যাদি। |
2. আলাদাভাবে বসে। যথা : গাছ থেকে ফল পড়ে। |
2. বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায়। যথা :বনে বাঘ আছে। |
3. অনুসর্গ শব্দের পূর্বেও বসে। যথা : বিনা স্বদেশি ভাষা মিটে কী আশা? |
3. বিভক্তি শব্দের শেষে বসে। যথা : বৃষ্টিতে ভিজে গেল। |
4. অনুসর্গ ক্রিয়ার কাল চিহ্নিত করতে পারে না। |
4. বিভক্তি কারক ও ক্রিয়ার কাল চিহ্নিত করে। |
এই পোস্ট সহায়ক ছিল?
0 out of 0 Marked as Helpfull !