বাংলা উক্তি Last updated: 5 months ago
১. কোনো কথকের বাক কর্মের নাম কী? = উক্তি।
২. উক্তি কত প্রকার? = ২ প্রকার (প্রত্যক্ষ, পরোক্ষ)।
৩. প্রত্যক্ষ উক্তি কাকে বলে? = যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয় তাকে প্রত্যক্ষ উক্তি বলে।
৪. পরোক্ষ উক্তি কাকে বলে? = যে বাক্যে বক্তার কথা অন্যের জবানীতে রূপান্তরিত ভাবে প্রকাশিত হয় তাকে পরোক্ষ উক্তি
বলে।
৫. প্রত্যক্ষ উক্তিতে বক্তার উক্তিটুকু কোন চিহ্নের অন্তর্ভুক্ত থাকে? = উদ্ধরণ চিহ্নের (“”)।
৬. পরোক্ষ উক্তিতে কোন চিহ্ন লোপ পায়? = উদ্ধরণ চিহ্ন।
৭. প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে রূপান্তরের সময় ১ম উদ্ধরণ চিহ্ন স্থলে কী বসে? = ‘যে’ বসে।
৮. প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে রূপান্তরের সময় পরিবর্তন করতে হয় = পুরুষ, সর্বনাম, কাল ও ক্রিয়ার।
৯. প্রশ্নসূচক, অনুজ্ঞাসূচক এবং আজ্ঞাসূচক বাক্যগুলো পরোক্ষ উক্তিতে পরিবর্তন করা হয় = ভাব অনুযায়ী।
১০.পরোক্ষ উক্তিতে কোন ক্ষেত্রে ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে? = চিরন্তন সত্য প্রকাশে।
১১. প্রত্যক্ষ উক্তির ‘এখানে’ পরোক্ষ উক্তির = সেখানে।
১২. প্রত্যক্ষ উক্তির ‘ওখানে’ পরোক্ষ উক্তির = ঐখানে।
১৩. প্রত্যক্ষ উক্তির “আজ’ পরোক্ষ উক্তির = সে দিন।
১৪. প্রত্যক্ষ উক্তির ‘আগামীকাল’ পরোক্ষ উক্তির = পরের দিন।
১৫. প্রত্যক্ষ উক্তির ‘গতকাল’ পরোক্ষ উক্তির = আগের দিন।
১৬. প্রত্যক্ষ উক্তির ‘গতকল্য পরোক্ষ উক্তির = পূর্বদিন।
এই পোস্ট সহায়ক ছিল?
2 out of 2 Marked as Helpfull !